সাতকানিয়া সংবাদদাতা::
ট্রাকে ভরে নিয়ে যাওয়ার সময় ইটভাটার কাদামাটি পড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধা কিলোমিটার পিচ্ছিল হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সাতকানিয়ায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭) মার্চ দুপুর সোয়া ১২টা পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে মৌলভীর দোকান থেকে কেরানিহাট পর্যন্ত। এ সময় কক্সবাজার ও বান্দরবানমুখী পিকনিকের গাড়িসহ কয়েকশ যানবাহন আটকা পড়ে।
সৌদিয়া বাসের একজন সহকারী জানান, সকালে ইটভাটার মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে এঁটেল মাটি সড়কে পড়েছিল। এরপর বৃষ্টিতে ওই মাটি কাদায় পরিণত হয়। যা এত পিচ্ছিল গাড়ির চাকা স্থির রাখা অসম্ভব হয়ে পড়ছে।
সরেজমিন দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ, ইটভাটা শ্রমিক, স্থানীয় লোকজন বেলচা দিয়ে কাদা সরিয়ে দিচ্ছেন। ঠেলাগাড়িতে করে ইটের গুঁড়ো এনে ফেলা হচ্ছে মহাসড়কের ওপর।
সাতকানিয়া থানার ওসি যানজটের বিষয় স্বীকার করে বলেন, যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।