কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার জেলার ঈদগাঁও- ঈদগড় সড়কে পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে আমির সোলতান ১ ব্যক্তি ও আহত হয়েছে ৫ জন। তৎমধ্যে এক ব্যক্তির অবস্থা আশংকাজনক বলে জানা যায়।১৪ এপ্রিল বিকাল সাড়ে ৬ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ফরেষ্ট অফিসের পুর্ব পাশে সাততাঁরা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।নিহত আমির সোলতান ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার জমির উদ্দীন হেডম্যানের ছেলে বলে জানা গেছে।আহত অপর ব্যক্তি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঘটনার সময় ঈদগড় মুখি বেপরোয়া গতিতে চলা একটি ডাম্পার ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা ঈদগাঁওমুখি একটি সিএনজির মুখামোখি সংঘর্ষ লেগে যায়।এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আমির সোলতান।অন্যন্যাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এদিকে ঘাতক ডাম্পার ও চালক পলাতক রয়েছে।খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।