আলমগীর মানিক,রাঙামাটি :: রাঙ্গামাটিতে ডেঙ্গু জরের প্রকোপ বেড়েই চলেছে। গত কয়েকদিনে আরো ডেঙ্গু রোগী ধরা পড়েছে। আজ দুপুর পর্যন্ত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মোট ২৭জন ডেঙ্গুতে আক্রান্ত রোগি ভর্তি হয়েছেন। জেলার লংগদু উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন। এতে জেলায় মোট এই পর্যন্ত ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হলো।
তবে হাসপাতালের তথ্যমতে বেশির ভাগ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন । বর্তমানে হাসপাতালে ভর্তিরত অবস্থায় রয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী ।
এদিকে হাসপাতাল কতৃপক্ষ ডেঙ্গু রোগীকে যথেষ্ট সচেতনতার সহিত সর্বোচ্চ মর্যাদা দিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন। তাছাড়্রও ডেঙ্গু প্রতিরোধে রাঙ্গামাটিতে সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হয়েছে।